আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২১ জানুয়ারী ২০২৩ ০৯:২০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ২১ জানুয়ারি(শনিবার) উপজেলার ভুজপুর থানাধীন ৬টি ইউনিয়নের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১০৬ জন কৃতি শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের অর্থায়নে উপজেলার দাঁতমারা এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রুপের ডিএমডি শিল্পপতি মেহেদি হাসান বিপ্লবের সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভুজপুর স্টুডেন্ট ফোরামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ শাহীন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ঈসমাঈল মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ওবায়দুল হক কন্ট্রাক্টর, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম, ওমর খৈয়াম ওসমানি, এডভোকেট মিহির কুমার দে, মাহফুজুর রহমান বাবু, মো.জয়নাল আবেদিন, প্রধান শিক্ষক তপন কুমার পালিত, চৌধুরী মো. ইমাম উদ্দিন নুরী, যুবলীগ নেতা শাহীদুল আলম নাহিদ, ইউপি সদস্য মো. কামাল উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনেই নতুন বই তুলে দিচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের উদ্দেশ্য প্রধান অতিথি এটিএম পেয়ারুল ইসলাম বলেন, তোমরাই আগামী দিনের দেশের কর্ণধার। মাদক এবং মোবাইলসহ হিন্দি সিরিয়ালের প্রতি আশক্ত না হয়ে নিজেদেরকে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহবান জানান।