আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
অনিয়ম, অর্থ আত্মসাৎ, লুটপাটের অভিযোগ

ফটিকছড়ি আজাদী বাজার মাদ্রাসা পরিচালককে সরাতে ৪ দিনের আল্টিমেটাম

সালাহউদ্দিন জিকু, ফটিকছড়ি : | প্রকাশের সময় : রবিবার ২৩ জুলাই ২০২৩ ১১:৫৮:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

অনিয়ম, সেচ্চাচারিতা, দান সদকার টাকা আত্মসাতের অভিযোগে ফটিকছড়ির ধর্মপুরে অবস্থিত আল জামেয়া ইসলামিয়া আজাদীবাজার মাদ্রাসার মোহতামিম(পরিচালক) মৌলভী হাবিব উল্লাহ আজাদীকে সরাতে ৯৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী। 

২২ জুলাই(শনিবার) রাত ৮টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মোহতামিমের বিরুদ্ধে মাদ্রাসার অর্থ আত্নসাৎসহ আরোও নানাবিধ অভিযোগ এনে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন মাদ্রাসা স্বার্থ সংরক্ষণ পরিষদের ব্যানারে এলাকাবাসী। এসময় এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুহাম্মদ আলী। 

 

লিখিত বক্তব্যে তারা বলেন, গত ২৪ বছর আগে মৌলভী হাবিব উল্লাহ আজাদী মাদ্রাসার মোহতামিমের দায়িত্ব নেয়ার পর থেকেই  মাদ্রাসার অধ:পতন শুরু হয়। তিনি একজন জগন্য প্রকৃতির লোক। আল্লামা আহমদ শফি (রঃ) এর হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী তিনি। তার ব্যাপক সেচ্চাচারিতার কারণে মাদ্রাসায় বিভিন্ন অনিয়ম, তার বিতর্কিত নানাবিধ কর্মকান্ড, দুর্নীতির ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। এই নিয়ে স্থানীয় এলাকাবাসী চরম ক্ষুদ্ধ ও হতাশ। তারা আরোও বলেন, তার অপকর্ম, লুটপাটের খবর বিভিন্নভাবে প্রচারিত হওয়ায় এসবকে ধামাচাপা দিতে মাদ্রাসা মার্কেটের বিরোধকে উসকে দিয়ে তার এসব দুর্নীতির প্রতিবাদ করা এলাকাবাসী ও মাদ্রাসার হিসাব রক্ষকসহ মোট ৮ জনকে বিবাদী করে ফটিকছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

লিখিত বক্তব্যে, ৪ দিনের মধ্যে মাদ্রাসার মজলিশে শুরার বৈঠক আহবান করে মৌলভী হাবিবউল্লাহ আজাদীর বিচারপুর্বক তাকে মাদ্রাসা থেকে আজীবনের জন্য বহিষ্কার করার জোরালো দাবি জানান।

 

এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ নুরুল আলম

মোহাম্মদ রফিক, হাফেজ এমদাদ উল্লাহ, মাওঃ ফয়েজ উল্লাহ, মোহাম্মদ সোলাইমান, আবুল বশর, ওবাইদুল হক পটু, নুরুল আলম নুরু, হাফেজ ইলিয়াছ, আবুল কালাম প্রমুখ।