আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ফটিকছড়ি অবৈধ মাটি বহনকারী গাড়ি আটক, জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জুন ২০২২ ০৬:৪৪:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ি উপজেলা প্রশাসনের অভিযানে মাটি বহনকারী একটি পিকাপ ও একটি মোটরসাইকেল আটক করা হয়েছে। ৭ জুন (মঙ্গলবার) রাত আনুমানিক ২টায় ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া বাংলাবাজার স্থানে এই গাড়ী দুইটি আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটি বহনকারী পিকাপের মালিক মোঃ সাইফুদ্দিন(৩৬)কে অবৈধভাবে মাটি কাটার অপরাধে "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর ৪(খ) ধারা লঙ্ঘনে ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি জানান, রাতে অভিয়ান চালিয়ে অবৈধ মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে। অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।