আজ সোমবার ১ জুলাই ২০২৪, ১৭ই আষাঢ় ১৪৩১

ফটিকছড়িতে ব্যবসায়ী এনাম হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ নভেম্বর ২০২১ ০৪:১৬:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে আলোচিত ব্যবসায়ী এনামুল হক হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামী জামালকে(৪২) গ্রেফতার করেছে পুলিশ। ১৫ নভেম্বর (মঙ্গলবার) গভীর রাতে ফটিকছড়ি থানা পুলিশের একটি অভিযানিক দল পাইন্দং ইউনিয়নের দক্ষিণ পাইন্দং গ্রামের মাংশার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

২০১৪ সালের ৬ জুন জায়গা-জমির বিরোধের জেরে দক্ষিণ পাইন্দং গ্রামের মৃত ছালেহ আহমদের পুত্র বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হককে চুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে ঐ এলাকার মৃত আবুল কালামের ছেলে জামাল। পরে দু'বছর যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২০১৬ সালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম এক হাসপাতালে মৃত্যুবরণ করেন ব্যবসায়ী এনাম।

ঘটনার দিন নিহতের বড় ভাই শামসুল আলম বাদী হয়ে ৫ জনকে সুনির্দিষ্ট ও ১০ জনকে অজ্ঞাতনামা আসামী করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত পরোয়ানাভুক্ত করলে জামাল অভিযান চালিয়ে গ্রেফতার করে থানা পুলিশ।

ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, ব্যবসায়ী এনাম হত্যা মামলার পরোয়ানাভূক্ত আসামী জামালকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।