আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধানমন্ত্রীর দেওয়া আমানতকে আমি যথাযথ ভাবে রক্ষার চেষ্টা করেছি : প্রশাসক এম.এ.সালাম

মো.আলী আকবর | প্রকাশের সময় : রবিবার ২৩ অক্টোবর ২০২২ ০৯:১৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

নিজের দায়িত্ব পালনের শেষ দিনে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক হিসেবে দায়িত্ব পালন কালে অর্জন ও অভিজ্ঞতা সম্পর্কে জেলার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ২৩শে অক্টোবর রবিবার নগরীর লালদীঘির পাড়স্থত জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে জেলা পরিষদের প্রশাসক এম আবদুছ সালাম বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া আমানতকে আমি যথাযথ ভাবে রক্ষার চেষ্টা করেছি এবং তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে তা জেলা পরিষদের এই ছোট্ট টিমটাকে নিয়ে তা পুরাপোরি বাস্তবায়নের চেষ্টা করেছি।আমি তিল পরিমাণ ঘাটতি রাখিনি। আমি মানুষের আমানতের খেয়ানত করিনি।দায়িত্ব পালন কালে আমি পরিষদের কোন শৃঙ্খলা অমান্য করিনি।তিনি বলেন দায়িত্ব পালনকালে আমি এই পরিষদের অনেক উন্নয়ন করেছি এবং জেলা পরিষদের আয়ের আরেক উৎস ১৮ তলা এই জেলা পরিষদ ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই ১৮ তলার ৪ নাম্বার ও ৫ নাম্বার ফ্লোর জেলা পরিষদ ব্যবহার করবে বাকি গুলো ফ্লোর বানিজ্যিক ভাবে দেওয়া হবে।তিনি আরো বলেন দায়িত্ব পালনে শেষে আমি এক বড় ধরনের এমাউন্ট রেখে যাচ্ছি জেলা পরিষদের কোষাগারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম.এ সালাম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাটহাজারীর আসনে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে চাই তাহলে আমি নির্বাচনে অংশ নিব।এতো দিন চট্টগ্রামের ১৫ টি জেলার মানুষের জন্য কাজ করেছি।জীবনের শেষ বেলায় এসে হাটহাজারী মানুষের জন্য কাজ করতে চাই। তবে সবকিছুই নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর উপর। মতবিনিময় সভায় জেলা পরিষদের উর্ধতন কর্মকর্তাগন ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।



সবচেয়ে জনপ্রিয়