গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিজের লেখা ছাত্রলীগ: ষাটের দশকে চট্টগ্রাম বইটি উপহার দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎকালে এ বইটি হস্তান্তর করেন মেয়র।
২০১৬ সালে প্রকাশিত এ বইয়ে ২৯১ জন ছাত্রলীগ নেতার ছবিসহ জীবনবৃত্তান্ত স্থান পায়। বইয়ে ছাত্রলীগের ইতিহাস, বঙ্গবন্ধুর নামকরণ, বাংলাদেশের অভ্যুয়ের ইতিহাস তুলে ধরা হয়। শেষ পর্বে ছিল স্মৃতিচারণা। বইটিতে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ষাটের দশক থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের সংগ্রাম থেকে কীভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হলো সে বিবরণ তুলে এনেছেন বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।