আজ শুক্রবার ১০ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

প্রজনন বেড়েছে বাঘ-হরিণের, নতুন খাঁচা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : বুধবার ১ মার্চ ২০২৩ ০৯:১৮:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

 চিড়িয়াখানায় বাঘ ও হরিণের প্রজনন বেড়ে যাওয়ায় নতুন খাঁচা উদ্বোধন করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

 

বুধবার (১ মার্চ) দুপুরের দিকে নতুন বাঘ ও হরিণের খাঁচা উদ্বোধন করেন তিনি।

 

 

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও চিড়িয়াখানা পরিচালনা কমিটির সহ সভাপতি ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য এহসানুল হায়দার চৌধুরী বাবুল, চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক ডা. শাহাদাত হোসেন শুভ।  

 

চিড়িয়াখানা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে এখন ১৬টি।

 

বিভিন্ন জাতের হরিণের সংখ্যা প্রায় ৬০টি। এছাড়াও রোজার আগেই চট্টগ্রাম চিড়িয়াখানায় যুক্ত হচ্ছে আরও বেশকিছু নতুন অতিথি। যার মধ্যে সিংহ ও জলহস্তী অন্যতম।



সবচেয়ে জনপ্রিয়