আজ রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

পেকুয়ায় নির্বাচনে সহিংসতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ইমাম খাইর, কক্সবাজার : | প্রকাশের সময় : বুধবার ২৪ জানুয়ারী ২০২৪ ০১:৩৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

পেকুয়ায় নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি নেতা শাহনেওয়াজ আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। 

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সিকদার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

 

শাহনেওয়াজ আজাদ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৪ বারের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান। 

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানা ওসি (তদন্ত) সুদিপ্ত শেখর ভট্টাচার্য।

 

তিনি জানান, গত ৭ জানুয়ারি নির্বাচনে সহিংসতায় পুলিশের মামলায়  এজাহারভুক্ত ৩ নং আসামি শাহনেওয়াজ আজাদ। গ্রেফতারের পর আদালতের আদেশ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

 

এবিষয়ে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, গত ৭ জানুয়ারি পাতানো নির্বাচনের দিন বিএনপি নেতাকর্মীদের উপর গুলি বর্ষণ করে পুলিশ। এতে বিএনপির ৬ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়। পুলিশ উল্টো বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে।

 

মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা শাহনেওয়াজ আজাদের মুক্তি দাবি করেছেন বাহাদুর শাহ।