আজ শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

পুলিশের হাতের কব্জি নেওয়া মুলহোতা সহ ৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : সোমবার ১৬ মে ২০২২ ০৮:৩৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লোহাগাড়া পদুয়া লালারখিল এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় হামলাকারী মুলহোতা কবির আহমদসহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

 

রোববার রাতেই পুলিশ বাদী হয়ে মামলাটি মামলাটি দায়ের করেন বলে জানান লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান। 

 

মামলায় আসামীরা হলেন- আহমদ কবির, তার স্ত্রী রানু বেগমকে (২৫)  ও তার মা। ঘটনারদিন রাতে বান্দরবানের লামা থেকে রানু বেগমকে গ্রেফতার করেছছে পুলিশ। 

 

উল্লেখ্য, গত ১৫ মে সকালে উপজেলার পদুয়া লালারখিল এলাকায় লোহাগাড়ার থানার এসআই ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে মারামারির একটি মামলায় পুলিশের একটি দল আসামি কবির আহমদকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। এ সময় আসামি কবির আহমদ ধারালো দা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে দায়ের কোপে কনস্টেবল মো. জনি খানের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পুলিশের আরেক সদস্য এএসআই মজিবুর রহমান, কনস্টেবল শাহাদাত ও মামলার বাদী আবুল হোসেন আহত হন।

 

গুরতর আহত কনস্টেবল জনি খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। সেখানেই অপারেশনের মাধ্যমে বিচ্ছিন্ন হাতের কব্জি জোড়া লাগানো হয়।