পাহাড়ে যৌথবাহিনীর জোরালো অভিযান চলছে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
পাহাড়ের বর্তমান অবস্থান ও অভিযান কতদূর এগিয়েছে এ প্রশ্নে র্যাব মুখপাত্র বলেন, তথাকথিত হিজরতের নামে যারা বাসা থেকে বের হয়েছে, তাদের হিজরতে বের হতে কারা উদ্বুদ্ধ করেছে, কারা প্রশিক্ষণ (পটুয়াখালী-ভোলা) দিয়েছে, তাদের মধ্যে আমরা ১২ জনকে গ্রেপ্তার করেছি। তাদের তথ্যের ভিত্তিতেই আমরা জানতে পেরেছি, নিরুদ্দেশ জঙ্গিরা পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে এবং অবস্থান করছে।
এরপরই এ মাসের ১০ তারিখ পার্বত্য এলাকায় যৌথ অভিযান শুরু হয়েছে। মূলত তাদেরকে শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে। অপারেশনে বেশ অগ্রগতি হয়েছে, আমরা বেশকিছু দূর পর্যন্ত চলে এসেছি। আশা করছি, সাম্প্রতিক সময়ে কয়েকজনকে আইনের আওতায় আনতে পারব। যেহেতু জায়গাটা দুর্গম, ঝুঁকিপূর্ণ এবং পর্যটকরা ঘোরাফেরা করেন। এজন্য স্থানীয় প্রশাসন ওই এলাকায় পর্যটনে যেতে নিষিদ্ধ করেছেন।
পাহাড়ে জঙ্গিদের অবস্থান সম্পর্কে বেশকিছু তথ্য মিলেছে জানিয়ে কমান্ডার মঈন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। দ্রুতই বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছিন্নতাবাদীদের ভিডিও ভাইরাল হয়েছে। এবিষয়ে জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে তথ্য তাতে দুর্গম অঞ্চলে স্থায়ী হতে সাপোর্ট লাগে। যে কেউ গিয়ে সেখানে স্থায়ী হতে পারবে না। এজন্যই বিচ্ছিন্নবাদি কিছু সংগঠন নিরুদ্দেশ ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া, রসদ সাপ্লাই করা- এগুলো করছে বলে আমরা তথ্য পেয়েছি। এই তথ্যের ভিত্তিতেই আমরা সেখানে অভিযান চালাচ্ছি। যেসব ভিডিও ভাইরাল হয়েছে, এগুলো গুজব মনে হয়েছে। যৌথবাহিনীর অভিযান যথাযথ নিয়ম মেনেই হচ্ছে।
বিভিন্ন অস্ত্র দিয়ে পাহাড়ে ট্রেনিং নিচ্ছে এমন ভিডিও প্রসঙ্গে র্যাব মুখপাত্র বলেন, এগুলো আমাদের কাছে গুজব মনে হয়েছে। এই ভিডিও সম্ভবত আমাদের এখানকার নয়। তবে আমাদের যে অভিযান চলছে, তাদের যদি আটক করতে সক্ষম হই তখন বিস্তারিত বলতে পারব।
তাহলে কী পাহাড়ে বিচ্ছিন্নতাবাদিদের কর্মকাণ্ড চলছে না- এমন প্রশ্নে মঈন বলেন, দুর্গম এলাকায় জঙ্গিদের অবস্থান করা দুরূহ। কারণ, চেহারা... অনেক ব্যাপার আছে। তাদের (বিচ্ছিন্নবাদী) সহযোগিতা ছাড়া তারা সেখানে আছে এটা ঠিক না। তবে তাদের গ্রেপ্তারের পরে আমরা বলতে পারব।
নাথান বম সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য আছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘না...। এখন পর্যন্ত নেই। গোয়েন্দারা তার ব্যাপারে কাজ করছে।