গন মাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে পাহাড়ী সন্ত্রাসীদের বাঁধার মুখে ফেলে যাওয়া সরকারী বাগানের সেগুন গাছ উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। গতকাল বুধবার ফটিকছড়ির কাঞ্চননগর পরিত্যক্ত ধুরুং ফরেস্ট বিট অফিস এলাকা থেকে তিনটি চাঁদের গাড়ী(জিপ) যোগে গাছ গুলো উদ্ধার করে নারায়নহাট রেঞ্জ অফিসে নিয়ে যেতে সক্ষম হয় বন কর্মকর্তারা। উদ্ধার করা তিনটি গাছের মোট পরিমাণ ১২৭.৮৮ ঘনফুট জানিয়ে নারায়নহাট রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়নহাট রেঞ্জ এবং অন্যান্য রেঞ্জের অধীন কয়েকটি বন বিট অফিসের বিট কর্মকর্তা ও বনপ্রহরীদের সমন্বয়ে গঠিত টিম তিনটি গাড়ী করে এসব গাছ রেঞ্জ অফিসে নিয়ে আসতে সক্ষম হন। এসময় করেরহাট ও নারায়নহাট রেঞ্জের দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ পুরো সময় ধরে বিষয়টি মনিটরিং করেন।
সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সারের দিগ নির্দেশনায় সকাল থেকে শ্রমিক নিয়োগ করা হয়। এলাকাটি অতি দুর্গম হওয়ায় গাছ গুলো নিয়ে যেতে কিছুটা বেগ পেতে হয়েছে। তিনি জানান, এ ব্যাপারে বন আইনে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
গত ৩১ সেপ্টেম্বর একটি সংঘবদ্ধ গাছ পাচারকারী সিন্ডিকেট ধুরুং বিটের পরিত্যক্ত অফিসের পাশে সরকারী বন বাগানের ৪ টি গাছ কেটে ফেলে। এর মধ্যে একটি গাছ নিয়ে গেলেও ঘটনা জানাজানি হওয়ায় বাকী তিনটি গাছ ফেলে যায় পাচারকারীরা।
এদিকে গত ৮ অক্টোবর উর্ধতন বন কর্মকর্তাদের নির্দেশে ফেলে যাওয়া তিনটি গাছ নারায়নহাট রেঞ্জ অফিসে নিতে গেলে বাঁধা প্রদান করে পাহাড়ী সন্ত্রাসীরা। রোববার সকালে গাড়ীতে করে নিতে গেলে বাধসাধে পাহাড় সন্ত্রাসীরা। তাদের একটি গ্রুপ ঘটনাস্থলে গিয়ে গাছ গুলো নিতে বাঁধা দেয় বন প্রহরীদেরকে। এসময় অবস্থা বেগতিক দেখে গাছ না নিয়েই ফিরে যান বন প্রহরীসহ শ্রমিকরা।