আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যটন মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
মেলার প্রচারণার অংশ হিসেবে রোড শো করেছে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সুগন্ধা পয়েন্ট থেকে রোড শো আরম্ভ হয়।
কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আবু সুফিয়ান।
টুয়াক সভাপতি এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান।
কর্মসূচিতে টুয়াক সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পর্যটনের অন্যতম অনুষঙ্গ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী চাঁদের গাড়িতে চড়ে বর্ণাঢ্য এ কর্মসূচিতে অংশগ্রহণ করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা।
বিশাল রোড শো টি হিমছড়ি, ইনানী হয়ে পাটোয়ারটেক পর্যন্ত যায়।
ব্যতিক্রমী এই কর্মসূচিতে থেকে পর্যটকরা বেশ আনন্দ উপভোগ করেছে। একসঙ্গে সুগন্ধা পয়েন্ট থেকে পাটুয়ারটেক পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে তাদের। এতে পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না।
এ প্রসঙ্গে টুয়াক সভাপতি এম রেজাউল করিম বলেন, বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে জেলা প্রশাসনের কার্নিভাল সফল ও সুন্দর করতে টুয়াক নিরলস কাজ করছে। তার অংশ হিসেবেই রোড শো আয়োজন করা হয়েছে। বিশেষ দিবসটিতে পর্যটকদের জন্য থাকছে বিশেষ সুযোগ-সুবিধা।