আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

পনের বছর পর আনোয়ারা বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচন

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ ০৪:৫৫:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

দীর্ঘ পনের বছর পর আনোয়ারা উপজেলার বন্দর সেন্টার ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। আগামী ৩১ শে ডিসেম্বর শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে বাজার ও আশপাশের এলাকা পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে। প্রার্থীরা ভোটারদের মন জয়ের চেষ্ঠা করছে। চলছে প্রচার-প্রচারণাও। দীর্ঘ প্রায় ১৫ বছর পর হতে যাচ্ছে সরকারী রেজিসস্ট্রেটভোক্ত (২৯১২/২০০৯) এই সংগঠনের নির্বাচন। নির্বাচন কমিশনার সূত্রে জানা ১৫ বছর পর বন্দর সেন্টার ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে যাচ্ছে। গত ৫ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনে ৯ টি পদের মধ্যে ৪ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন। বাকী ৫ টি পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সভাপতি পদে প্রার্থী মো আলী হোসেন, কামাল সাওদাগর ও মোকাদ্দেস খান সুজন। সাধারণ সম্পাদক পদে মো ইকবাল হোসেন ও কল্লোসেন ও আবদুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ১৭৭ জন ভোটার রয়েছে। সহ সভাপতি, ক্রীড়া ও সাংস্কৃতি এবং কার্যকরী সদস্য পদে ২ জনসহ মোট চার পদে বিনাপ্রতিদ্বন্দ্বিয় নির্বাচিত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে। ব্যবসায়ী সুজল সিংহ বলেন, প্রার্থীরা প্রতিদিন ভোট চাইতে আসছে, ভালই লাগছে। নির্বাচন নিয়ে সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনার সাবিল আহমেদ সাব্বির জানান, ব্যবসায়ীদের মাঝে নির্বাচন নিয়ে আন্দন বয়ে যাচ্ছে। নির্বাচনে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন মোতায়নের ব্যবস্থা করা হবে। ভোটররা সম্পন্ন স্বাধীন ভাবে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবে।