আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

পতন নিশ্চিত জেনে বেপরোয়া হয়ে উঠেছে সরকারি দল

ঢাকা অফিস : | প্রকাশের সময় : শুক্রবার ২৫ অগাস্ট ২০২৩ ০৮:১২:০০ অপরাহ্ন | রাজনীতি

পতন নিশ্চিত জেনে সরকারি দল বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের নেতারা। তাদের দাবি, শেষ মুহূর্তে তারা (সরকার) বিরোধী দলের ওপর মরণ আঘাত হানছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সতর্কতা উপেক্ষা করে সারা দেশে নির্বিচারে গ্রেপ্তার অভিযান চালিয়ে যাচ্ছে। জেল, জুলুম, নির্যাতন করে জনগণকে দমিয়ে রাখার দিন শেষ। ক্ষমতা ধরে রাখার স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে গেছে।

 

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে রাজধানীতে কালো পতাকা গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পরে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১২ দলীয় জোটের নেতৃত্বে বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন সড়ক থেকে  কালো পতাকা মিছিল বের হয়ে নয়াপল্টনে আনন্দ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

 

বর্তমান সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন জোটের নেতারা। তারা বলেন, যার প্রমাণ ব্রিকস সম্মেলন। অথচ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রিকসে বাংলাদেশের সদস্য পদ নিশ্চিত। কিন্তু কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার বিশ্বে মর্যাদা পায় না।

 

প্রশাসন ও সরকারি দলের লোকেরা বুঝে গেছে তাদের সময় শেষ– উল্লেখ করে ১২ দলীয় জোটের নেতারা আরও বলেন, তারা পরাজয় ভীতি এবং অপকর্মের প্রতিফল পাওয়ার আতঙ্কে পড়েছে।

 

নেতারা আরও বলেন, ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশী বদলানো যায় না। তাই আমরা ভারতের জনগণকে বন্ধু মনে করি। পাশাপাশি এটাও চাই, ভারত সরকার বিশেষ একটি দলকে নয়, বাংলাদেশের জনগণের অনুভূতি অনুধাবন করার চেষ্টা করবে। আমরা বিশ্বাস করতে চাই, ভারত সরকার বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নেবে না।

 

১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।