পটিয়ায় ফাঁসি লাগিয়ে জাহাঙ্গির আলম (২৭) নামের এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছে। শুক্রবার (১৬ জুন) সন্ধা সাড়ে ৭টায় উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব মনসা পোরক আলী বাড়ি এলাকায় ওই দূর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গির স্থানীয় আইয়ুব আলীর ৪র্থ পুত্র। জানা যায়, শুক্রবার ৭টায় জাহাঙ্গির নিজ কক্ষের ভেতরে তালা লাগিয়ে বৈদ্যুতিক ফ্যানের সাথে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করার শেষ মুহূর্তে চেয়ার থেকে পড়ে যাওয়ার বিকট শব্দ হয়। ঘরে থাকা জাহাঙ্গিরের বড় ভাই তার রুমের পাশে গিয়ে কয়েকবার ডাকার পরও তার ভাইয়ের কোন সাড়া শব্দ না থাকায় দড়জা স্বজোড়ে ধাক্কা দেয়। দড়জা তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করতেই দেখে তার ভাই ফ্যানের সাথে ঝুলে আছে। তারা দ্রুত জাহাঙ্গিরকে ফ্যানের দড়ি ছাড়িয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ইমদাদ হোসেন তাকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচাতো ভাই মো. আরফাত হোসেন জানান, জাহাঙ্গির আলম ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঢাকা হেড অফিসে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। গত জানুয়ারীতে তার বিয়ে সম্পন্ন হয়। প্রতিবারের মত বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়ি আসে ছুটিতে। তার স্ত্রী কয়েকদিন আগে বাপের বাড়ি যায় এখনো আসেনী। তিনি বলেন, আমরা যতটুকু জানি পারিবারিক কোন কলহ ছিলনা। স্ত্রীর সাথে কোনো মনমালিন্য হয়েছে কিনা তা আমার জানা নেই। এই বিষয়ে পটিয়া থানার সহকারী উপ পুলিশ পরিদর্শক আনোয়ার জানান, নিহতের স্বজনরা তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমরা লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল(চমেকে) প্রেরণ করব। ময়নাতদন্ত শেষে জানা জানা যাবে ঠিক কি কারনে ব্যাংক কর্মকতার্র মৃত্যু হয়েছে।