আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

পটিয়া ছনহরা উপনির্বাচনে আব্দুর রশিদ দৌলতীর জয়

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৫ জুন ২০২২ ০৭:৫২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

পটিয়া উপজেলার ছনহরা ইউপির উপনির্বাচনে ২য় বারের মত বিজয়ী হলেন বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্র্র্থী এডভোকেট আব্দুর রশিদ দৌলতী।

তিনি ভোট পেয়েছেন (মোটরসাইকেল) ৫৮০৬। তার প্রতিদ্বন্ধি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী মো. সাহাবুদ্দিন (আনারস) পেয়েছেন ১১৮ এবং স্বতন্ত্র প্রার্থী মো. জাহেদুল হক (টেলিফোন) পেয়েছেন ৬৫ ভোট। ইউনিয়নের ৯টি কেন্দ্রে মোট ১৪ হাজার ভোটের মধ্যে প্রায় ৪০% ভোট কাস্ট হয়েছে।

ফলাফল: ১নং কেন্দ্র: টিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোটরসাইকেল ১৪০৫, টেলিফোন ৩, আনারস ২৯ ভোট। ২নং কেন্দ্র: মধ্যম ছনহরা ছিকন খলিফা দাখিল মাদ্রাসায় মোটরসাইকেল ৫৪২, আনারস ১৪, টেলিফোন ১৯। ৩নং কেন্দ্র: ছনহরা জ্যোতিষ সরকারি পাথমিক বিদ্যালয়ে মোটরসাইকেল ১১৯৩ ভোট, টেলিফোন ১৪ আনারস ২১ ভোট। ৪নং কেন্দ্র: রমেশ ফনিন্দ্র স্মৃতি পাঠাগারে মোটরসাইকেল ৮০৭ ভোট, টেলিফোন ১৮, আনারস ১২ ভোট। ৫নং কেন্দ্র: ছনহরা নোমানিয়া সরকারী প্রাথমি বিদ্যালয়ে মোটরসাইকেল ২৯৮ ভোট, টেলিফোন ০, আনারস ৪ ভোট।

৬নং কেন্দ্র: গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোটরসাইকেল ১৭৪ ভোট, টেলিফোন ২, আনারস ৬ ভোট। ৭নং কেন্দ্র: মটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোটরসাইকেল ২২৭ ভোট, টেলিফোন ২, আনারস ১০ ভোট। ৮নং কেন্দ্র: ধাউরডেঙ্গা সারদা চরণ উচ্চ বিদ্যালয়ে মোটরসাইকেল ৬৭৮ ভোট, টেলিফোন ৫, আনারস ১৭ ভোট। ৯নং কেন্দ্র: দক্ষিণ বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোটরসাইকেল ৪৭৩ ভোট, টেলিফোন ২, আনারস ৫ ভোট পেয়েছেন।

এ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশদি দৌলতী ছাড়া অন্য দুই স্বতন্ত্র প্রার্থীর অল্প কিছু পোস্টার ছাড়া আর কোনও ধরনের র্কাযক্রম চোখে পড়েনি। এমনকি নির্বাচনে ৯টি কেন্দ্রে তাদের কোনও এজন্টেও দেওয়া হয়নি।

প্রসঙ্গত, শুরু থেকে এ নির্বাচন ঘিরে উত্তাপ থাকলওে নির্বাচন পূর্ববতী গত ১৩ জুন সুপ্রিম কোর্টের এক আদেশের পর আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রাথী মামুনুর রশীদ রাসেলের মনোনয়ন বাতিল হলে নির্বাচন থেকে ছিটকে পড়েন।