বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে এতে সভাপতিত্বে করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি জানে আলম।
যুবলীগ নেতা জানে আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য রফিক আহমদ, আহমদ কবির, ফরিদুল আলম, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ দস্তগীর, দক্ষিণ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এএইচএম ওসমান গণি রাসেল, আওয়ামীলীগ নেতা আবু শামা, শাহ আলম, নুরুল ইসলাম, মহিলা নেত্রী নাহিদা আক্তার, সোনিয়া আক্তার, নিপা আক্তার, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, হোসেনুজ্জামন চৌধুরী, মো সেলিম, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, খোরশেদ আলম মানিক, মো সোহেল, রুবেল মো তারেক, বাহার উদ্দিন, শাহজাহান ছোটন,মো ফোরকান, সোলতানুজ্জামান চৌধুরী, সায়েদ বিন হক আরজু, জসিম উদ্দিন, মনিরুল ইসলাম মুন্না ও মো পারভেজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামীলীগ উন্নয়নের মাধ্যমে আনোয়ারা উপজেলায় বৈরাগ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপ দিয়েছেন। এই উন্নয়নের রূপকার আমাদের নেতা আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আমরা একজন সৎ মানুষের অধিনে রাজনীতি করি, উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। এই ভোট আমাদের উন্নয়নের জোয়ার সৃষ্টির ভোট।
বিএনপি ভোট বানচালের যে ষড়যন্ত্র করছে তা কখনো সফল হবেনা। তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দিতে হবে।
অনুষ্ঠানে হাজারেরও অধিক মহিলা অংশ গ্রহণ করেন।