আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
আচরণবিধি লঙ্গন করে খাবার বিতরণ

নৌকা প্রার্থীর সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মিরসরাই : | প্রকাশের সময় : সোমবার ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:৫০:০০ পূর্বাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্গন করে উঠান বৈঠকে খাবার বিতরণের অভিযোগে নৌকা প্রার্থীর সমর্থককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়েনের ৯ নং ওয়ার্ডের মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহবুব উর রহমান রুহেল (নৌকা) এর সমর্থনে দক্ষিণ সোনাপাহাড় ও মস্তাননগর গ্রামের ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১০(চ) অনুযায়ী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে খাবার বিতরণ করায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের সমর্থক বায়েজীদ উল আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।