আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের সনি, স্বতন্ত্র প্রার্থী তৈয়বসহ দুই প্রার্থী

ফটিকছড়ি প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ০৭:২৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব।

 

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। 

 

মনোনয়ন পত্র জমা দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দিয়ে ফটিকছড়ির মানুষের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনারা যেভাবে আমাকে সাদরে গ্রহণ করেছেন, ভালোবাসা দেখিয়েছেন। আপনাদের প্রাণের রফিক (সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ার) কন্যাকে মূল্যায়ন করেছেন আমি ফটিকছড়িবাসীর প্রতি কৃতজ্ঞ।'

 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হোসাইন মোঃ আবু তৈয়ব বলেন,

'অতীতে আমরা অনেক প্রার্থীর হয়ে কাজ করেছি। মিথ্যা আশ্বাস ছাড়া আর কিছুই পায়নি। আমরা আর গোলামের মতো ব্যবহার হতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার সুযোগ দিয়েছেন। সে সুযোগে ফটিকছড়ির উন্নয়নসহ আমূল পরিবর্তনের লক্ষ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছি। ইনশাআল্লাহ্ ফটিকছড়ি জনগন তাদের তৈয়বকে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।'

 

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রাম- ২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪–দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে তরিকত নেতা শাহজালাল, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, স্বতন্ত্র প্রার্থী গোলাম নওশের আলী চৌধুরী সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন।