আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাতকানিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সাতকানিয়া. প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৫ জুন ২০২২ ০৭:৫৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে সাতকানিয়া উপজেলা ও  পৌরসভা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জননেতা জামাল হোসেনের নেতৃত্বে সাতকানিয়ায় ১৩ জুন সকাল ১০টায় কেন্দ্রঘোষিত কর্মসূচী, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন বলেন - আজ অবৈধ ভোট চুর জনবিচ্ছিন্ন সরকার যে বাজেট ঘোষণা করেছে তাতে দেশের সাধারণ কেটে খাওয়া হতদরিদ্র মানুষের জন্য কোন বাজেট রাখা হয়নি। এই বাজেট গরীবের পেটে লাথি মারার বাজেট। তিনি আরো বলেন এই অবৈধ সরকার যে বাজেট ঘোষণা করেছে তা সম্পূর্ণ গনবিরোধী বাজেট, তাই আজ লাগামহীন দ্রবমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এই মাফিয়া সরকার দেশকে একটি দুর্ভিক্ষার দিকে নিয়ে যেতে চায় বলে মন্তব্য করেন। এতে উপস্থিত ছিলেন - সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ রহিম, আব্দুর রহিম মেম্বার, নূরুল ইসলাম বাবুল, হাজী আব্দুস ছামাদ, সাতকানিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব এম এ রহিম, যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস, যুগ্ম আহবায়ক সৈয়দ বাহা উদ্দীন বুলু, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম, মোহাম্মদ মহিউদ্দিন, সদস্য মোহাম্মদ মোরশেদ, আব্দুল আলীম, চরতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক শামীম সিকদার, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ নাজিম উদ্দীন, নেজাম উদ্দিন, আবদুল মন্নান, ইকবাল হোসেন রুবেল, নাজমুল হাসান স¤্রাট, নাজিম উদ্দীন নাজু, মিজানুর রহমান, আব্দুর রহিম, জিয়াউর রহমান, কামাল উদ্দিন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ শাহজাহান, তাইফু রহমান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ নাছির, জিয়াউর রহমান জিয়া, সাতকানিয়া উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক আলী মিয়া, সদস্য সায়মুন খান হৃদয়, সাকিল, সামী, সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান আনাস, মিনহাজ উদ্দীন, আবছার উদ্দীন, আব্দুল্লাহ আল রাফী, আব্দুর রহমান ইমন, মোহাম্মদ জমির সহ প্রমূখ।