সাগরে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের সাত দিন পরে নৌকার মাঝি হারুনর লাশ উদ্ধার করা হয়েছ। মঙ্গল(২ আগস্ট) বিকাল ৪ টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী সমুদ্র সৈকত থেকে তার লাশ উদ্ধার কর পুলিশ। পরে স্বজনরা লাশ এনে রাত ২ টায় পারিবারিক কবরস্তানে দাফন করে। হারুন আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়া পাড়া গ্রামের সৈয়দ নুরের ছেলে।
হারুনর বড়ো ভাই শওকত ইকবাল বলেন, গত ২৬ জুলাই রাতে নিখোঁজের পরে প্রশাসনের লোক জনসহ আমরা অনেক খোঁজেছি। মঙ্গলবার বিকালে মহেশখালীর মাতারবাড়ী সমুদ্র সৈকতে স্থানীয়রা ভাসমান একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে আমরা গিয়ে হারুনের লাশ সনাক্ত করে নিয়ে আসি। রাত ২ টায় পারিবারিক কবরস্তানে দাফন করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জ মোহাম্মদ হাসান বলেন, সাগরে নিখোঁজ জেলে হারুনের লাশ মহেশখালী পুলিশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
উল্লেখ্য গত ২৬ জুলাই মধ্যরাতে বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে একটি লাইটার জাহাজের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪ ব্যক্তি জীবিত ফিরে আসলেও ২ জন নিখোঁজ ছিল। পরের দিন নিখোঁজ ২ জনের মধ্যে আবদুর রশিদের লাশ সাগর থেকে উদ্ধার করা হলেও হারুন নিখোঁজ ছিল।