আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির নগদ অর্থ,এবং পানি সমস্যা দূরীকরণে সহযোগিতা পেল সুবিধা বঞ্চিতরা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২২ জুলাই ২০২৩ ০৩:৪৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক পানির সমস্যা সমাধানের লক্ষ্যে দূর্গম পাহাড়ী এলাকায় আনুষাংঙ্গিক মালামালসহ পানির ট্যাংক ও পাইপ বিতরণ, নগদ আর্থিক অনুদান প্রদান এবং শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

 

সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহ পার্বত্য এলাকার সাধারণ জনগণের শান্তি, সম্প্রীতি, শিক্ষার মান উন্নয়ন, খেলাধুলা এবং জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোন শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে শনিবার ২২ জুলাই  নাইক্ষ্যংছড়ি জোনের ব্যবস্থাপনায় নিম্নবর্ণিত কর্মসূচীর আয়োজন করা হয়ঃ

পানির সমস্যা সমাধানের লক্ষ্যে নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন দূর্গম পাহাড়ী এলাকা মেন্ডিলপাড়া এবং ফোরকানপাড়া এলাকার জন্য ৪টি ওয়াটার ট্যাংক, ৭,৫০০ ফুট পাইপ এবং আনুষাংঙ্গিক মালামাল বিতরণ করা হয়।  

 

নাইক্ষ্যংছড়ি জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় বসবাসরত ২৬ জন গরীব, অসহায় ও দুস্থ পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

 

অত্র জোন এলাকায় বসবাসরত ৪০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর করা হয়। 

 

নাইক্ষ্যংছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষাংঙ্গিক মালামালসহ পানির ট্যাংক ও পাইপ বিতরণ, আর্থিক অনুদান এবং ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপবৃত্তির টাকা হস্তান্তর করেন। এ সময় উপ-অধিনায়ক মেজর মোঃ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস-হাসান, বিজিবি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ, অনুদান গ্রহণকারী ব্যক্তিবর্গ এবং সকল শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 

 

অত্র অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানা যায়।