আজ বুধবার ৮ মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়ি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির নাম ঘোষণা

মোঃইফসান খান ইমন, নাইক্ষ্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জুন ২০২২ ০৫:৫৩:০০ অপরাহ্ন | খেলাধুলা

পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি"র পৃষ্ঠপোষকতায় নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ ইং "বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্ট এর প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকবেন নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ। টুর্নামেন্ট এর প্রধান সমন্নয়ক সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন মঙ্গলবার (৭ জুন) নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ”আয়োজক কমিটি” ও "উপদেষ্টা কমিটি' ঘোষণা করেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল কে আহ্বায়ক ও উপজেলা ছাত্রলীগ সভাপতি বদুর উল্লাহ কে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। আয়োজক কমিটিতে যুগ্ন আহ্বায়ক ইব্রাহিম আজাদ, অর্থ সম্পাদক আলী হোসেন মেম্বার, প্রচার সম্পাদক চুচু মং মার্মা সদস্য যথাক্রমে আবুবকর ছিদ্দিক, শফিউল আলম, ফরিদ উল্লাহ, আব্দুর রহমান বাপ্পি, শফিউল  করিম এর নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্রীড়ার মান উন্নয়নে সরকারে বিভিন্ন গৃহীত পদক্ষেপের প্রশংসা করে সদর ইউপি জনপ্রিয় চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, উম্মুক্ত এই টুর্নামেন্টে যে কোন জেলা উপজেলার টিম অংশগ্রহণ করতে পারবে, অত্র উপজেলার ক্রীড়ামোদী জনসাধারণের বিনোদন ও ফুটবলারদের মান উন্নয়নের লক্ষে টূর্ণামেন্ট সফল করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এ টুর্নামেন্টে চ্যম্পিয়ন টিম কে ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা ও রানারআপ টিমের জন্য ২৫,০০০/ পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি ঘোষণা করা হয়।