আজ শুক্রবার ২৮ জুন ২০২৪, ১৪ই আষাঢ় ১৪৩১
সিএমপিতে রদবদল

নতুন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম

মোহাম্মদ সোহেল রানা : | প্রকাশের সময় : রবিবার ২৩ জুন ২০২৪ ০৮:৩৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)তে নতুন পুলিশ  কমিশনার হলেন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলাম।

 

রোববার (২৩ শে জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরার  

স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

বর্তমানে ঢাকার মেট্রোরেলের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম।

 

 

বর্তমান চলতি দায়িত্বে থাকা  সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়কে অতিরিক্ত আইজি (সুপারনিউমারারি) হিসেবে পুলিশ ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স বদলি করা হয়েছে।

 

রোববার এই তিনটি আদেশে বদলি ও পদায়নের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জারীকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।



সবচেয়ে জনপ্রিয়