আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ

ঢাকা অফিস : | প্রকাশের সময় : শনিবার ২৯ জুলাই ২০২৩ ১২:২১:০০ অপরাহ্ন | রাজনীতি

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপি নেতাকর্মীরা ধোলাইখাল মোড়ে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়।

 

এরপর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। জবাবে ইট-পাটকেল ছোড়েন অবস্থানকারীরা। এতে পিছু হটেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা চলছে।

 

এদিকে, নয়াবাজার মোড়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নেওয়ার কথা ছিল। এজন্য সকাল থেকেই নয়াবাজারে শক্ত অবস্থানে ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিন্তু বিএনপি নেতাকর্মীরা ধোলাইখালে জড়ো হলে সংঘর্ষ শুরু হয়।