আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

ধোপাছড়িতে ৫ টি প্রকল্পের উদ্ভোধন

মোঃ আয়ুব মিয়াজী, চট্টগ্রাম দক্ষিণ : | প্রকাশের সময় : রবিবার ১৮ ডিসেম্বর ২০২২ ০৬:১৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

চট্টগ্রাম চন্দনাইশের দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়িতে ৫ টি প্রকল্পের উদ্ভোধন করা হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর ) সকালে বহুল প্রত্যাশিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মিত একটি সেতু ভোমাংহাট সি.সি-দিয়াকুল-চিড়িংঘাটা-ধোপাছড়ি-মংলারমুখ-রাঙ্গুনিয়া সড়কে জিরোবুক ছড়ার উপর চেই ১৩০৬০ মিটারে- ৮১.০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজ, যেটির চুক্তিমূল্য প্রায় চার কোটি সাড়ে বার লক্ষ টাকা, দুটি সড়ক ভোমাং হাট সি.সি-দিয়াকুল-চিড়িংঘাটা-ধোপাছড়ি ইউপি-মংলারমুখ-রাঙ্গুনিয়া ( চেই: ৫৭২০-৭৭২০মি), যেটির চুক্তিমূল্য- প্রায় এক কোটি বায়ান্ন লক্ষ টাকা ও ভোমাং হাট জিসি-দিয়াকুল চিড়িংঘাটা-ধোপাছড়ি ইউপি-মংলারমুখ-রাঙ্গুনিয়া সড়ক ( চেই: ১২৮১০-১৫৬৯০মি), যেটির চুক্তিমূল্য- প্রায় এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকাসহ শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অধীনে বাস্তবায়নকৃত ধোপাছড়ি উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন ও মুক্তিযোদ্ধা কর্ণার কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্ভোধন শেষে ধোপাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, ধোপাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম, চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, মোহাম্মদ ইউচুপ চেয়ারম্যান, শাহজাদা দেলওয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, আ ফ ম দিদারুল আলম। এতে আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, এলজিইডির উপ সহকারী প্রকৌশলী আবুল কালাম, দোহাজারী পৌরসভা আ. লীগের সভাপতি আবদুল শুক্কুর, কৃষকলীগ নেতা নবাব আলী, লেদু চেয়ারম্যান ফাউন্ডেশনের সভাপতি ও যুবলীগ নেতা লোকমান হাকিম, দোহাজারী যুবলীগের আহবায়ক মনছুর আলী ফয়সাল, জামাল উদ্দিন মেম্বার, নুরুল কবির মেম্বার, জয়নাল মেম্বার, জাহাঙ্গীর আলম সোহেল, মোটর সাইকেল চালক সমিতির সভাপতি দিদারুল আলম, শ্রমিকলীগ নেতা ফরিদুল আলম, আ.লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও ছাত্র শিক্ষকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।