আজ সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

দোহাজারীতে অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়ার নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ | প্রকাশের সময় : শনিবার ২১ জানুয়ারী ২০২৩ ১১:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

শনিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়ার নাগরিক স্মরণ সভা বিকেলে ৫ টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশবরণ্য রাজনীতিবিদ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট সুব্রত চৌধুরী। দোহাজারী পৌরসভা আ'লীগের সাধারণ সম্পাদক বশীর উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগের সঞ্চালনায় অনুষ্ঠিত অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়ার স্মরণ সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, আকবর সেভেন গ্রুপ এর চেয়ারম্যান আলী আকবর, বনফুল এন্ড কোম্পানির জি এম শাহ মোস্তফা কামাল জাকির হোসেন, হোমিও কলেজের অধ্যক্ষ ডাক্তার রতন কুমার নাথ, অধ্যক্ষ আহমদ রেজা, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, জাফর আলম, উপজেলা কৃষকলীগ নেতা নবাব আলী, লোকমান হাকিম, সাংবাদিক এম এ রাজ্জাক রাজ, নাসির উদ্দিন বাবলু, আবিদুর রহমান বাবুল, আয়ুব মিয়াজি, জামাল মেম্বার, মাস্টার দিলীপ বড়ুয়া, আর্যমিত্র বড়ুয়া, ডাক্তার সুনীল ভট্টাচার্য, শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, মানিক, বন্ধন বড়ুয়া, মাস্টার শহিদুল আলম, আবু সালেহ, আব্দুল খালেক ও মাওলানা মুসা প্রমুখ। সভায় বক্তাদের বক্তব্যে অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিকের প্রতি আলোকপাত করেন এবং যে এলাকায় গুণীজনদের সম্মান দেওয়া হয় না, সেই এলাকায় গুণীজন জন্মাইতে পারে না বলে বক্তব্য দেন। এলাকার প্রত্যেকটা নাগরিককে গুণীজনদের সম্মান প্রদর্শন করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। এতে আরো উপস্থিত থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশায় সম্পৃক্ত গুণীজন এবং হিন্দু-মুসলিম-বৌদ্ধ ধর্মাবলম্বীর বিপুলসংখ্যক মানুষ শ্রদ্ধায় স্মরণ করেন অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়াকে।