আজ শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

দৈনিক সূর্যোদয় বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনে করে নতুন অধ্যায়ের সূচনা করবে: চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ ০২:৪১:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

 দৈনিক সূর্যোদয়ের ১০ম বর্ষপুর্তি উপলক্ষে চট্টগ্রামে প্রেস ক্লাবে রবিবার সকাল ১১ টায় বর্নাঢ্য আয়োজন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, ১০ বছর অনেকটা সময়। এ মাইলফলকে আসতে দৈনিক সূর্যোদয়কে পার হতে হয়েছে অনেক বন্ধুর পথ। এ জন্য দৈনিক সূর্যোদয় সংশ্লিষ্ট সবার জন্য শুভ কামনা। আশা করছি, সাংবাদিকতার নীতি মেনে দৈনিক সূর্যোদয়রে সামনে এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের ধারাবাহিক উন্নয়নের সংবাদ প্রচারের পাশাপাশি বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশন করে দেশের গণমাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করবে। আলোচনার সভার শুরুতে সূর্যোদয়ের সম্পাদক মন্ডলীর সভাপতি সুব্রত শুভ্র ভার্চুয়াল ভাবে সভার উদ্ভধোন করেন। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী , মহানগর আওয়ামী লীগ নেতা কে বি এম শাহজাহান, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, দৈনিক খবরের চট্টগ্রাম ব্যুরোর প্রতিনিধি রনজিত শীল, মহানগর ছাত্রলীগ নেতা পঙ্কজ রায়, ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদুল আলম রিন্টু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দোলন বৈষ্ণব, আব্দুল বাতেন, মোহাম্মদ ফয়সাল বাদশা। বোধন আবৃত্তি পরিষদের শিল্পীবৃন্দ,চট্টগ্রাম শিল্পী সংস্থার পক্ষ থেকে তপন দাশ, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লিপি সেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীন সাংবাদিক মাখন লাল সরকার। সূর্যোদয়ের ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ জাকির। চট্টগ্রাম প্রতিনিধি সোমেন সরকার, চট্টগ্রাম ক্যান্টমেন্ট এর ইংরেজী বিভাগের অধ্যাপিকা পিউ সরকার, মোমিন রোড ছাত্রলীগের সদস্য নুরুল আলম টিপু, সেতু দে, অমি ধর, মোঃ মামুন, রেলওয়ে শ্রমিকলীগ নেতা শান্তনু দাশ, সহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় মেয়র রেজাউল করিম দৈনিক সূর্যোদয়ের সম্পাদক মন্ডলীর সভাপতি শুভ্রত শুভ্র কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি।

 



সবচেয়ে জনপ্রিয়