আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১
পটিয়ায় আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

দেশের প্রতিটি গৌরবময় অর্জন আ’লীগের হাত ধরেই

পটিয়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ ০৬:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

পটিয়ায় বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আ’লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন পরিষদ পটিয়া শাখা কতৃক এক আলোচনা সভা ও তৃণমূল আ’লীগ নেতৃবৃন্দদের নিয়ে পূনর্মিলণী উপজেলা আওয়ামী ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে অনুষ্টিত হয়। 

উদযাপণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব হুমায়ুন কবির রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা একে এম আব্দুল মতিন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আলি আকবর ছিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এড. বদিউল আলম, মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ, আ’লীগ নেতা মফিজুর রহমান, যুবলীগ নেতা সন্তোষ বড়–য়া, সোলায়মান মজুমদার, ডি.এম জমির উদ্দিন, সোহেল ইমরান, কামরুল ইসলাম, আ’লীগ নেতা ইউনুছ মিয়া মেম্বার, ইঞ্জিয়ার জসিম উদ্দিন, আবু ছৈয়দ, হিল্লোল দে মিটু, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফু, সাইফুল ইসলাম শাহিন, সাহেদ ফারুকী, মো. আনোয়ার, হাসান শরীফ, আ’লীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুদ্দিন ভোলা, আওয়াল, আজিজুল হক মানিক, ছৈয়দ নূর, মো. সোহেল ছাত্রনেতা সাকিব, রুবেল. মো. আলি. ইকবাল, আনিস প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তানি আওয়ামী মুসলিমলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা হয়। আ’লীগের গৌরবময় সাত দশকের ইতিহাস বাংলাদেশেরই ইতিহাস। এ দেশের প্রতিটি গৌরবময় অর্জন আ’লীগের হাত ধরেই। ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের পথে বেয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা, বাঙ্গালি জাতি ও আ’লীগের সর্বশ্রেষ্ঠ অর্জন।