কক্সবাজারের পেকুয়ায় কহিনূর বেগম(৪২) নামের এক প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবর আলী আহমেদের বিরুদ্ধে।
২৫ মে (বৃহস্পতিবার) বিকাল ৩ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কহিনুর বেগম প্রবাসী আমির হোসেনের স্ত্রী। ঘাতক দেবর আলী আহমদ একই এলাকার মৃত পেটানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘরের ছাঁদ দেওয়া নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাপেব ভিটায় পূর্বে থেকে তাঁর বড় ভাইয়ের দালান বাড়ি ছিলো। পরবর্তীতে ছোট ভাই আলী আহমদ দালান ঘর নির্মাণ করতে বড় ভাইয়ের দালানের ছাঁদের সাথে জোড়া লাগাতে চাইলে ভাবি বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লোহার হাতুড়ি দিয়ে ভাবিকে মারাত্বক ভাবে আঘাত করে দেবর আলী আহমদ। পরে তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের ভাই মোহাইমিনুল ইসলাম জুয়েল বলেন, এর আগেও আমার বোনকে দেবর আলী আহমদ কয়েক দফায় মারধর করেছে। দীর্ঘদিন ধরে সে আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। সর্বশেষ তাঁর হাতেই আমার বোন খুন হলো।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কেফায়েত উল্লাহ বলেন, বিকাল চার টার দিকে গুরুতর আহত অবস্থায় কহিনুর বেগম নামের এক নারীকে হাসপাতালে এনেছিলো। তবে হাসপাতালে আসার পথে তাঁর মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন আছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন,পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দেবরকে ধরতে পুলিশের টিম মাঠে কাজ করছে।