প্রায় দুই বছর পর ৪২ সরকারি দফতরের বিরুদ্ধে আনা শতাধিক অভিযোগ নিয়ে গণশুনানি করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) অডিটোরিয়ামে এ গনশুনানির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) মোহাম্মদ মোজাম্মেল হক খান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন, মহাপরিচালক দুদক (প্রতিরোধ) একে এম সোহেল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ সাহা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী।
দুদক জানায়, নগরীতে অবস্থিত বিভিন্ন সরকারি দফতরে সেবা সহজীকরণ ও হয়রানি বা দুর্নীতি বন্ধে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।