আজ সোমবার ১৩ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

দশ হাজার মানুষ আশ্রয়াণের ব্যবস্থা করেছে খাইরিয়া মাদ্রাসায়

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারাঃ | প্রকাশের সময় : সোমবার ২৪ অক্টোবর ২০২২ ০৫:১৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে মাদ্রাসা আরবিয়া খাইরিয়াতে উপকূলের মানুষের নিরাপত্তায় সব ধরনের প্রস্ততি গ্রহণ করেছে বলে জানায় মাদ্রাসার পরিচালক মাওলানা সোহাইল সালেহ। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রায় ১০ হাজার মানুষের থাকা খাওয়াসহ চিকিৎসা সেবা প্রদান করা হবে এখানে। এতে ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে বলে জানা যায়। মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার পরিচালক আল্লামা সোহাইল সালেহ বলেন, যে কোন জরুরী মুহুর্তে মানুষের যানমালের নিরাপত্তায় সব ধরনের প্রস্ততি নিয়েছি। মাদ্রাসায় ১০ হাজার লোক নিরাপদে থাকতে পারবে। আশ্রয় নেওয়া লোক জনের জন্য খাবারের ব্যবস্থা করেছি। ঔষুধপত্রসহ চিকিৎসক টিমও থাকবে। আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, খাইরিয়া ফাউন্ডেশন সব সময় দুর্যোগকালীন সময়ে মানষের পাশে থাকে। ঘূর্ণিঝড়ে যে কেউ মানবতার সেবায় এগিয়ে আসলে স্বাগতম। মানুষ মানুষের জন্য। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তত থাকতেও বলা হয়েছে।