কক্সবাজার-২ (মহেশখালী-কতুবদিয়া) আসনে টানা তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রধানমন্ত্রীর আশিক (আশেক উল্লাহ রফিক)।
এ আসনে ১১৮ টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক পেয়েছে ৯৭৬০৫ ভোট।
নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীক নিয়ে বিএনএম এর মোহাম্মদ শরীফ বাদশা পেয়েছেন মোট ৩৫৬১২ ভোট।
মোট ভোটার ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭।
আশেক উল্লাহ রফিক মহেশখালী উপজেলায় পেয়েছেন ৬২৯৮০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শরীফ বাদশার প্রাপ্ত ভোট ৩১৫৩৮ টি।
আশেক উল্লাহ রফিক কুতুবদিয়া উপজেলায় পেয়েছেন ৩৪৬২৫ ভোট। মোহাম্মদ শরীফ বাদশা ৪০৭৪ ভোট পান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার (৭ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত এ আসনে মোট ১১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে প্রার্থী ছিলেন ৬ জন।
মোট ভোটার ৩ লক্ষ ৪৮ হাজার ১২৭ জন। সেখানে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৫ হাজার ২৫৪ এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮৭৩। ভোট কেন্দ্র ১১৮ টি। মোট বুথ সংখ্যা ৭৪০ টি।