আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

ঢাকা ও কক্সবাজারে আন্তর্জাতিক ভলিবল

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ ডিসেম্বর ২০২২ ০৮:৩৮:০০ অপরাহ্ন | জাতীয়

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দুটি আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতার আসর বসতে যাচ্ছে  বাংলাদেশে। যার একটি অনুষ্ঠিত হবে ঢাকায় এবং অপরটি পর্যটন নগরী কক্সবাজারে। 
আগামী বৃহস্পতিবার রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হবে চার দলের ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপ’। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে কিরগিজস্তান, শ্রীলংকা ও নেপাল। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। 
আগামী ২৬ ডিসেম্বর খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
একদিন পর আগামী ২৭ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে ‘বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন পুরুষ ও মহিলা আন্তর্জাতিক বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ’। পুরুষ বিভাগে স্বাগতিক বাংলাদেশের লাল ও সবুজ দুটি দল ছাড়াও খেলবে নেপাল, কিরগিজস্তান, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান ও ভারত। মেয়েদের বিভাগে বাংলাদেশ, উজবেকিস্তান ও শ্রীলংকার লাল ও সবুজ নামে দুটি এবং নেপালসহ মোট ছয়টি দল অংশ নিবে।
আগামী ২৯ ডিসেম্বর খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 
আজ মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে আয়োজিত দুটি টুর্ণামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন অনুষ্ঠানে এসব তথ্য জানান মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউনুস ও সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু এ সময় উপস্থিত ছিলেন।