আজ শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাই, ১০ ঘণ্টায় বের করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ১০:৫৪:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইকারীদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জের বাসিন্দা সেলিম (৩০), ময়মনসিংহের ফুলপুরের বাসিন্দা কাশেম (২০), নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা ইলিয়াস (২৯) ও রাঙ্গামাটির তবলছড়ির বাসিন্দা সাব্বির (২০)। গ্রেফতাররা বন্দর থানা এলাকার বিভিন্ন ভাড়া বাসায় থাকেন।

ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা বলেন, ‘মামলার বাদী মো. আলী (২৪) মোটরসাইকেল নিয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে জাম্বুরী পার্ক এলাকায় ঘুরতে যান। এ সময় তার সঙ্গে তুহিন উদ্দিন (২৬) নামে তার এক সহকর্মী ছিলেন। তারা সেখানে ঘুরতে যাওয়ার পথে বিএসটিআই অফিসের সামনে অজ্ঞাত তিন ব্যক্তি গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। এ সময় ছিনতাইকারীরা গাড়িটির বিরুদ্ধে মামলা আছে দাবি করে জোরপূর্বক একজন চালিয়ে নিয়ে যান। এ সময় তুহিন ও আলীর সন্দেহ হলে তারা একজনকে আটকের চেষ্টা করেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের দুজনকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে নিজেদের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’

ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাতে প্রায় ১০ ঘণ্টা অভিযান চালিয়ে বন্দর এলাকার বিভিন্ন এলাকা থেকে আসামিদের আটক করে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।’



সবচেয়ে জনপ্রিয়