সীতাকুণ্ডে ট্রেন লাইন পার হওয়ার সময় ইঞ্জিনের সঙ্গে কাপড় আটকে মোস্তফা কামাল (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্টেশনে এ দুর্ঘটনা ঘটলেও কুমিরা স্টেশনে এসে এ খবর পান ট্রেনচালক।
নিহত মোস্তফা কামাল সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ইয়াছিন নগর এলাকার চৌধুরী বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বাড়বকুণ্ড স্টেশনে থামার পর ওই যুবক রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এসময় ট্রেন চলতে শুরু করলে তার কাপড় আটকে যায় ইঞ্জিনের সঙ্গে। পরে কুমিরা স্টেশনে এসে ট্রেন থামলে চালক ইঞ্জিন চেক করতে এসে মরদেহ দেখতে পায়। এরপর কুমিরা স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানালে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে রেললাইনে বসে গিটার বাজিয়ে গান গাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় এক যুবকের।