আজ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

টেকনাফে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১২:৫৯:০০ অপরাহ্ন | জাতীয়

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এ মাদক কারবারীদের ফেলে যাওয়া ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল এ ইয়াবা উদ্ধার করে।

টেকনাফ ২বিজিবির  অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, মিয়ানমার থেকে হোয়াইক্যং জনৈক আলমগীরের প্রজেক্ট সংলগ্ন এগরোকোনী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান ঢুকবে, এমন গোপন সূত্রে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় নাফনদী পার হয়ে তিনজন লোক ২টি প্লাস্টিকের বস্তা নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করছে দেখে বিজিবি জওয়ানরা তাদের দাঁড়ানোর জন্য বলে।

পরে বস্তা ২টি ফেলে তারা নাফনদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর তল্লাশি চালিয়ে বস্তা দুটি থেকে ২লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার বাজারদাম ৬ কোটি টাকা।

জব্দকৃত ইয়াবা ঊর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির অধিনায়ক।