আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

টেকনাফে ১৯ জন মায়ানমারের নাগরিক ও ৫ পাচারকারী আটক

ইমাম খাইর, কক্সবাজার | প্রকাশের সময় : শনিবার ২৭ মে ২০২৩ ১১:১৭:০০ পূর্বাহ্ন | কক্সবাজার প্রতিদিন

 

টেকনাফ নাইট্যংপাড়া থেকে ১৯ জন মায়ানমারের নাগরিক আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। পাচারের সঙ্গে জড়িত ৫ দালালও ধরা পড়েছে। ২৬ মে রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভা ১ নং ওয়ার্ড নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার সকালে তিনি জানান, আটক মিয়ানমারের নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের নিকট থেকে মাথাপিছু ৮ হাজার টাকা করে নিয়েছে দালালচক্র। নৌকাযোগে নাফ নদী পেরিয়ে কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করে। উদ্দেশ্য জানা যায়নি। পাচারে জড়িত বাংলাদেশী ৫ জনকে আটক করা হয়েছে। তারা হলো, টেকনাফ সদরের ৯ নং ওয়ার্ডের বড়ইতলীর মোহাম্মদ শাহর ছেলে দ্বীন ইসলাম (২৫), মোঃ আলী জোহারের ছেলে মোঃ ইউনুছ (২৬), মৃত মোঃ সেলিমের ছেলে মোঃ জাহিদ (৩০), মোঃ হাশেমের ছেলে মোঃ জামাল (৩৮), ও নাইট্যংপাড়ার আমিন শরীফের স্ত্রী হাজেরা খাতুন (৫০)। পাচারকারীসহ আটক সবার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি।