আজ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

টেকনাফে ১৫ হাজার ইয়াবা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জানুয়ারী ২০২২ ০৭:২৫:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের টেকনাফ হ্নীলা থেকে ১৫ হাজার ইয়াবাসহ মো. আবদুল্লাহ ওরফে মোচনী (২৫) নামের এক যুবককে আটক করে র‍্যাব-১৫। সোমবার (১৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিস সুপার মো. আবু সালাম চৌধুরী।


আটক ব্যক্তি হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচার পার্ক এলাকার মৃত আবদুর রহিমের ছেলে।


মো. আবু সালাম চৌধুরী  জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাবের একটি দল হ্নীলার জাদিমুড়া পশ্চিমপাড়া গ্রামের ফোর স্টার ব্রিকস ফিল্ডের সামনে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পাচারকারিরা র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. আবদুল্লাহ ওরফে মোচনীকে আটক করা হয়।


তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, জাদিমুরার ওই এলাকা দিয়ে রাতের বেলায় প্রায়ই মাদক চোরাকারবারিরা দলবদ্ধ হয়ে থাকে। কৌশলে সেখান থেকে মাদক পাচার কাজে স্থানটি ব্যবহার করে মিয়ানমার থেকে মাদক নিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র।