কক্সবাজারের টেকনাফে উপজেলা যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ মে) বেলা সাড়ে ৩ টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শান্তি সমাবেশের বিশাল মিছিল শুরু করে টেকনাফের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভাস্থ র্ণা চত্ত্বরে পথ সভায় মিলিত হয়। এ সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল কবির চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা মুবিনুল হক, সুরুত আলম, মুজাহিদ, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দ । শান্তি সমাবেশের পথ সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি থেকে দেশ বর্তমানে মধ্য আয়ে উন্নীত হয়ে বিশ্বে বিষ্ময় সৃষ্টি করেছে। দেশের অভূতপূর্ব এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপি নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এ ষড়যন্ত্র নষ্যাৎ করতে টেকনাফ উপজেলা যুবলীগ প্রতিটি নেতাকর্মীদের সাথে নিয়ে মোকাবেলা করতে সদা প্রস্তুত রয়েছে। এর আগে পৌর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আজিজুর রহমান মামুন, সাধারণ সম্পাদক মো. জামাল, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির মেম্বার, সদরের সভাপতি আব্দুল ফারুক মেম্বার সাধারণ সম্পাদক মো. ইয়াকুব সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন সভাপতি রেজাউল করিম রেজু সাধারণ সম্পাদক মো. আমীন সহ সভাপতি সম্পাদকের নেতৃত্বে মিছিল সহকারে পৃথক ভাবে শান্তি সমাবেশে যোগদান করেন।