আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
অবরোধের সমর্থনে

টেকনাফে যুবদল-ছাত্রদল ও শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

আমান উল্লাহ কবির, টেকনাফ (কক্সবাজার) | প্রকাশের সময় : রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ ০৩:০৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

টেকনাফে অবরোধে সমর্থনে যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে পৌরসভা ও শামলাপুরে পৃথক 

বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মিছিলটি রোববার (৩ ডিসেম্বর) সকাল আটটায়  টেকনাফ পৌরসভার ও সকাল সাড়ে নয়টায় টেকনাফ উপজেলা ছাত্র দলের সভাপতি মো হারুনর রশীদের নেতৃত্বে শামলাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভ মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিল দাবী তোলে শ্লোগান দেওয়া হয়। 

বিক্ষোভ মিছিলে টেকনাফ পৌরসভা শ্রমিকদলের সভাপতি আবদুর রশিদ, যুবদলের আহবায়ক আবদুল শুক্কুর, শ্রমিকদলের সাধারণ সম্পাদক হাফেজ তৈয়ব আরমানী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক, ছাত্রদলের যুগ্ন আহবায়ক তারেক আহামদ সাগর, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জসিম, ছাত্র নেতা ফেরদৌস, যুব নেতা মোবারক, শ্রমিক নেতা শফিক সহ অনেকে উপস্থিত ছিলেন। 

এদিকে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ১৪ জন নেতাকর্মী কে আটকের দাবী করেছেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো শাহাদত হোসাইন। এরমধ্যে বাহারছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুজিবুল হক বিপ্লব, ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সার, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী,  হ্নীলা দক্ষিণ যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক মুরাদ হোসেনসহ অনেকে।

তিনি জানান, গনতান্ত্রিক ও শান্তিপুর্ণ ভাবে বিএনপি আন্দোলন করে যাচ্ছে। এ সুশৃঙ্খল আন্দোলন কে দমিয়ে রাখতে ঘরে ঘরে তল্লাশি চালিয়ে নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলেন তিনি।

এদিকে ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে টেকনাফ কক্সবাজার সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়।