আজ বুধবার ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ই মাঘ ১৪৩১

টেকনাফে মাদক ও অস্ত্রসহ ডাকাত আটক

আমান উল্লাহ কবির, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৩ জুলাই ২০২২ ০৩:৫৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

টেকনাফে মাদক ও দেশীয় অস্ত্রসহ ডাকাত এনামুল করিমকে (২৫) আটক করেছে পুলিশ। এসময় মাদক ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের দনি লেংগুরবিল এলাকার মির কাশেমের ছেলে। তার হেফাজতে থাকা ১ কেজি আইস, ১০ হাজার পিস ইয়াবা, ২টি তলোয়ার, ১টি রামদা, ২টি চাপাতি, ১টি দা ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।

শনিবার (২৩ জুলাই) ভোর রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তুলাতলী জামাল মার্কেট এলাকা হতে তাকে এসব মাদক ও অস্ত্রসহ আটক  করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত আব্দুল আলিম।

পুলিশ জানায়, কিশোরগ্যাং লিডার ডাকাত এনাম সদর ইউনিয়নের তুলাতলী এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সহযোগীসহ পালানোর সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১ কেজি আইস, ১০ হাজার পিস ইয়াবা, ২টি তলোয়ার, ১টি রামদা, ২টি চাপাতি, ১টি দা ও ১টি হাতুড়ি উদ্ধার করা হয়।

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক ও অস্ত্রসহ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে স্থানীয়রা জানায়, ডাকাত এনাম গ্রেফতার হলেও তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তার গ্রæপের অন্যান্য সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় ভীতির মধ্যে রয়েছেন তারা।