আজ বৃহস্পতিবার ২ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১

টেকনাফে বিদেশী মদ-বিয়ারসহ নারী আটক

আমান উল্লাহ কবির,টেকনাফ (কক্সবাজার) : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ ডিসেম্বর ২০২৩ ১০:২২:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের টেকনাফ পৌরসভায় ৯'শ ৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশী মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক মাদক ব্যবসায়ী হলেন,টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকার মোঃ ইসমাইলের স্ত্রী হুমায়রা আক্তার (৩০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি এতথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান,শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে টেকনাফ মডেল থানার একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ পলাতক আসামী মৃত আব্দুল মোনাফের ছেলে মোঃ ইসমাইল (৪০) এর বসত ঘরে অভিযান পরিচালনা করে।  দীর্ঘ এক ঘন্টার অভিযানে মাদক ব্যবসায়ী চক্রের সদস্যা হুমায়রা আক্তারকে আটক করা হয়।

এসময় তার হেফাজতে থাকা মিয়ানমারের থেকে পাচার করে আনা ৭'শ ৫০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার, ২০ বোতল গ্লান মাস্টার মদ,১৮৪ ক্যান ডায়াব্লো সুপার স্ট্রং বিয়ার,১৪ বোতল গ্রান্ড রয়েল মদ উদ্ধার করে। অভিযান চলাকালীন সময়ে মাদক ব্যবসায়ী চক্রের আরো ২ জন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী সু-কৌশলে পালিয়ে যায়।

তিনি আরো জানান,সংঘবদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদক কারবারী চক্র সদস্যদেরকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।