আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে চোরাকারবারির ফেলে যাওয়া ২ লাখ ৫৫ হাজার ইয়াবা উদ্ধার

আমান উল্লাহ কবির, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ ০২:২৯:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

শুক্রবার (৬ অক্টোবর) সকাকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে গেল  বৃহস্পতিবার রাতে সাবরাং বিওপি’র আচারবুনিয়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান প্রবেশের গোপন সংবাদ পায়।

এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় কয়েকটি টহলদল বৃদ্ধি করে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করা হয়। এক পর্যায়ে বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে প্লাস্টিকের বস্তা কাঁধে নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূণ্য লাইন অতিক্রম করে আচারবুনিয়া বেড়ীবাঁধ এলাকায় লবণের মাঠের দিকে আসতে দেখলে তাদেরকে চ্যালেঞ্জ করে । এসময় চোরাকারবারিরা বিজিবি উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা বস্তাগুলো ফেলে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে তাদের ফেলে 

 যাওয়া ২টি বস্তার ভেতর থেকে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। 

বিজিবির ওই কর্মকর্তা আরো জানান- চোরাকারবারীদের সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।