আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফ ২বিজিবি'র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আমান উল্লাহ কবির, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধও : | প্রকাশের সময় : রবিবার ২৯ অক্টোবর ২০২৩ ০৬:০৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

কক্সবাজারের টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ব্যাটালিয়নে এক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের প্রশিক্ষন মাঠে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

বিজিবি কক্সবাজার রামু সদর সেক্টরের রিজিয়ন কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ (বিজিএমএস) এর সভাপতিত্বে পরিচালনা করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফ কবির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১১বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ সাহল আহমেদ নোবেল, রামু ৩০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ, কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. সাইফুল ইসলাম চৌধুরী, কক্সবাজার বিজিবিএম এর গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এ এম মাহবুব আলম খান, উখিয়া-টেকনাফ সার্কেল রাসেল (পিপিএম) ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রামু সদর সেক্টরের রিজিয়ন কমান্ডার কর্নেল মো. মেহেদী হাসান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি জওয়ানরা সদা প্রস্তুত রয়েছে। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যে কোন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অগ্রনি ভুমিকা পালন করে যাচ্ছেন। এছাড়া চোরাচালান দমনে দেশে ২ বিজিবি সীমান্তে অভিযান অব্যাহত রেখেছে । সকলের সহযোগীতায় আরো এগিয়ে যাবে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।