আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায়

টেকনাফ উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৬ অগাস্ট ২০২৩ ০৮:১৭:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টেকনাফ উপজেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় 

সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী বাকশাল আওয়ামী লীগ সরকার একজন সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসা প্রদানের সুযোগ থেকে বঞ্চিত করছে। তাদের ফরমায়েশি রায়ে আজ বেগম জিয়া গৃহবন্ধী। অচিরেই বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। বক্তব্যে বক্তারা বেগম জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চান।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান ছিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, হোয়াইক্যং উত্তর শাখা বিএনপির সভাপতি হাজী ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক গিয়াস উদ্দিন, উত্তর শাখা বিএনপির সভাপতি আলী আহামদ, সিনিয়র সহসভাপতি বাহাদুর শাহ তপু, উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফ আলী মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী,দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নূরী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, উপজেলা মৎসজীবি দলের সভাপতি জালাল উদ্দিন, শ্রমিকদলের সভাপতি হোসেন আমিন, পৌর শ্রমিকদলের সভাপতি আবদুর রশিদ, কৃষকদলের সদস্য সচিব ফায়সাল আমিন, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, হ্নীলা উত্তর শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ও যুগ্ন সম্পাদক মোঃ রাসেল, হ্নীলা উত্তর শাখা যুবদলের সভাপতি হারুন রশীদ,  সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন কাদের, টেকনাফ সদর যুবদলের আহবায়ক মোঃ রফিক, হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক সেলিম সর্দার, সদস্য সচিব মোঃ সেলিম, হোয়াইক্যাং দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক জাকারিয়া, সদস্য সচিব আনোয়ার হেসেন, হ্নীলা উত্তর শাখা সেচ্ছেসেবকদলের আহবায়ক আবুল হাশেম, সাবরাং বিএনপির সভাপতি মৌলভী গফুর প্রমুখ।

পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।