আনোয়ারায় বঙ্গবন্ধু টানেল এপ্রোচ সড়কে ট্রাকের ধাক্কায় মো. পারভেজ (৩০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার দিকে টানেল এপ্রোচ সড়কের বৈরাগ মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা গ্রামের মো: ছৈয়দের ছেলে। পরিবারে তার স্ত্রী এক ছেলে এক মেয়ে রয়েছে। সে আনোয়ারা কোরিয়ান ইপিজেডে সিকিউরিটি হিসেবে কর্মরত ছিলেন। পরি ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
প্রত্যক্ষদর্শী ও মো সোহেল বলেন, পারভেজ ভোরে নিজের বাই সাইকেল চালিয়ে কারখানায় যাওয়ার পথে অজ্ঞাত একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই আনোয়ার শাহাদাত বলেন, আমার বড় ভাই প্রতিদিন সাইকেল নিয়ে কারখানায় যায়, মঙ্গলবারও কারখানায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি।
আনোয়ারা থানার সেকেন্ড অফিসার মো: কাউসার বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, লাশের সুরতহাল তৈরী করেছি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।