আজ রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

টানা বৃষ্টিতে হাঁটু পানি নগরে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২০ জুলাই ২০২২ ১২:১৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বুধবার (২০ জুলাই) সকালে নগরের চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, সিডিএ আবাসিক, গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে অফিসগামী এবং বিভিন্ন কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ময়লা আর্বজনার পানি চলাচলের নালায় প্রতিবন্ধকতার কারণে এই দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে জানান স্থানীয়রা। অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র প্রকট আকার ধারণ করছে। বৃষ্টি হলেই বাড়ে এ দুর্ভোগ। বৃষ্টির দিনে নগরবাসীর এটি যেন নিত্যদিনের ঘটনা।  

স্কুল পড়ুয়া শিক্ষার্থী সোহরাব হোসেন সাহল বলেন, বৃষ্টি হলেই সড়কে হাঁটু পানি জমে থাকে। বাসা থেকে বাইরে যেতে পারি না। বাসা নগরের বাকলিয়ায়, স্কুল চকবাজারে। এই অল্প পথ আসতে তিন থেকে চার স্থানে কোথাও অল্প আবার কোথাও হাঁটু পানি মাড়িয়ে যেতে হয়।  

আগ্রাবাদ এলাকায় নালা নর্দমায় ময়লায় জমে থাকায় বৃষ্টির পানি সড়কেই জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন এ পথে যাতায়াতকারী হাজারো মানুষ।  

আগ্রাবাদ এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসাইন রাকিব বলেন, বাদামতলী মোড়, আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়ায় টানা বৃষ্টিতে পানি জমে গেছে। অফিসগামী অনেক মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ি চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা।

মুরাদপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিউল আযম বলেন, ব্যবসায়িক কাজে প্রায় সময় এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের জন্য প্রায় বাজারে যেতে হয়। জলাবদ্ধতার জন্য খুব কষ্ট পোহাতে হচ্ছে।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়