আজ শুক্রবার ৩ মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
নিরাপত্তা নিয়ে কপালে ভাঁজ প্রশাসনের

টানা ছুটিতে আইনশৃঙ্খলা ঠিক রাখতে বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ ০৪:৪১:০০ পূর্বাহ্ন | চট্টমেট্টো

ঈদের টানা ছুটিতে ফাঁকা নগরের নিরাপত্তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে চট্টগ্রাম প্রশাসনের। ধারণা করা হচ্ছে- এবার অধিক সংখ্যক মানুষ চট্টগ্রাম ছাড়বে। তাই বাসাবাড়ি, আর্থিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে চুরি ও সিঁদেল চুরি বৃদ্ধির শঙ্কা করা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে- সব বিষয়কে সামনে রেখে সাজানো হয়েছে ঈদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা। সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের কারণে দুই বছর লোকজন গ্রামে ঈদ করতে পারেনি। তাই ধারণা করছি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি লোকজন নগর ছাড়বে। এ ছাড়া টানা ছুটির বিষয়ও আসে। সব মিলেয়ে এ ঈদে একটা চ্যালেঞ্জ আছে। ঈদের ছুটিতে চুরি ও অপরাধমূলক কর্মকান্ড রোধ করতে প্রত্যেক ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।’ পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘ঈদের ছুটিতে অপরাধ কর্মকান্ড রোধ করতে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, আর্থিক প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ঘিরে ভিন্ন ভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া আবাসিক এলাকাগুলোতে চুরি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’ জানা যায়, ঈদে টানা ছুটিতে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধ রোধ করতে আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আবাসিক এলাকা ঘিরে ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়েছে প্রশাসন। নিরাপত্তায় প্রতিটি আবাসিক ও বাণিজ্যিক এলাকায় পুলিশের থাকবে কঠোর নজরদারি। সোনার দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি ও ভাড়াটিয়াদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে করা হয়েছে বৈঠক।

বাসা, অ্যাপার্টমেন্ট ও প্রতিষ্ঠান মালিকদের সিসি ক্যামেরা স্থাপন, নিজস্ব নিরাপত্তাব্যবস্থা এবং প্রাইভেট নিরাপত্তাকর্মীদের অধিক সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদের ছুটিতে আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে মোবাইল প্যাট্রল, ফুট প্যাট্রল ও চেকপোস্টের মাধ্যমে দৃশ্যমান পুলিশিং নজরদারি বাড়ানো হবে। এ ছাড়া ঈদের ছুটিতে চট্টগ্রাম ছেড়ে যাওয়া এবং আসা যাত্রীদের অজ্ঞান পার্টি, মলম পার্টি, টানা পার্টিসহ ছিনতাই রোধে চিহ্নিত পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে পুলিশি টহল। যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি কাজ করবে নগর ও জেলা পুলিশ। একাধিক পুলিশ কর্মকর্তা বলেন, ঈদের ছুটিতে বিভিন্ন বাসাবাড়িতে চুরি ও সিঁদেল চুরির ঘটনা বেড়ে যায়। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতেও ব্যাপক হারে চুরি হয়। এবার ঈদের ছুটিতে ব্যাপক হারে মানুষ কর্মস্থল ত্যাগ করবে। তাই অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি চোর চক্রের সক্রিয়তা থাকার আশঙ্কা করা হচ্ছে।

 



সবচেয়ে জনপ্রিয়