জীবন বীমা কর্পোরেশনের অবসর প্রাপ্ত কর্মকর্তা কর্মচারী পরিষদের চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সভা ও মিলন মেলা শনিবার দপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহিদ উলাহ'র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন,পরিষদের সিনিয়র সহ সভাপতি মাহাবুবুল হক, সহ সভাপতি মোহাম্মদ ইউনুস, মিলন মেলা পরিষদের আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ শামসুল আনোয়ার, প্রচার সম্পাদক রবীন্দ্র লাল বড়ুয়া, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী, আল মাহমুদ সেলিম, পরিষদের সিনিয়র সদস্য সেলিম নেওয়াজ, সাহাব উদ্দিন, ম্যানেজার এস এম কামাল উদ্দিন, ইকবাল হোসেন ও নিকিলেশ বিশ্বাস প্রমুখ। সভায় সংগঠনের গতিশীলতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।